Rajbari News 24

১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , শুক্রবার
Search
Close this search box.

কারা হচ্ছে বিরোধী দল

ছেড়ে দিয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচনের ট্রেন। সেই ট্রেনে ওঠেনি জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৫টি নিবন্ধিত রাজনৈতিক দল। অস্বাভাবিক কিছু না ঘটলে আওয়ামী লীগ টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে, এটা অনেকটাই নিশ্চিত। তবে প্রধান বিরোধী দলের আসনে কারা বসতে যাচ্ছে এটা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। বর্তমান সংসদে প্রধান বিরোধী দলের আসনে জাতীয় পার্টি (জাপা) থাকলেও নতুন সংসদে আসতে পারে পরিবর্তন। এক্ষেত্রে নতুন জোট যেমন সামনে আসতে পারে, জোটবদ্ধ হয়ে বড়সড় নাড়া দিতে পারে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরাও।

সংশ্লিষ্টরা বলছেন, সরকার গঠন করতে যে কোনো দল বা জোটের প্রয়োজন ন্যূনতম ১৫১ আসন। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল বা জোট বসবে প্রধান বিরোধী দলের আসনে। সংরক্ষিত চারটিসহ মোট ২৬টি আসন নিয়ে বর্তমান সংসদে প্রধান বিরোধী দলের আসনে রয়েছে জাপা। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন-সমঝোতায় ২২টি আসনে ‘লাঙ্গল’ প্রতীকে জয়ী হয়েছিলেন জাপার প্রার্থীরা। তবে এবার জাপার সঙ্গে আওয়ামী লীগ আসন সমঝোতা করবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এ ছাড়া দলটির মধ্যে রয়েছে অভ্যন্তরীণ বিভেদ। পছন্দের আসন না পাওয়ায় বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং তার ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ২৮৬টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে দলটি। ১৮টি আসনে রয়েছে দলটির দুজন করে প্রার্থী। দলীয় বিভেদ জাতীয় পার্টিকে কিছুটা ব্যাকফুটে নিয়ে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নৌ বাহিনী সমুদ্র ভিত্তিক অর্থনীতিতেও ভূমিকা রাখতে সক্ষম হবে

শনিবার (২ ডিসেম্বর) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৩ ব্যাচের ৬৭১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে

‘প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউশন টু দ্য এসডিজিস’ শীর্ষক জাইকার সেমিনার

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) রাজধানী ঢাকায় সম্প্রতি ‘প্রাইভেট সেক্টর কন্ট্রিবিউশন টু দ্য এসডিজিস’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। বাংলাদেশে ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা

ডলারও কি সিন্দুকবন্দি

লসি খোলা যাচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দামে ব্যাংকে কিংবা খোলা বাজারে-কোথাও মিলছে না চাহিদামাফিক ডলার। সর্বত্রই প্রকট সংকট চলছে। প্রশ্ন হচ্ছে-ডলার তা হলে

সোনার দাম আরও বাড়লো

দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা দাম এক হাজার ৭৫০

যেসব অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ শনিবার রাজধানীর আশপাশের কয়েকটি অঞ্চলে ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তিতাস গ্যাস